বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কনসার্ট হতে যাচ্ছে। এই কনসার্টে টানা ৩ ঘণ্টা পারফর্ম করবেন রাহমান ও তার দল। এ সময় তিনি জুলফিকার রাসেলের কথায় বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি দুটিসহ ৩৫টি গান পরিবেশন করার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
এ আর রাহমানের পাশাপাশি এই কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই কনসার্টে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো কনসার্টটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হয়ে টানা সাড়ে ছয়টা পর্যন্ত চলবে কনসার্টের প্রথম ভাগ। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে উপস্থিত হবেন। কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে ৩ ঘণ্টা পারফর্ম করবেন অস্কারজয়ী এ আর রাহমান।
সোমবার (২৮ মার্চ) বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ‘এ আর রাহমান হলো মূল আকর্ষণ। শুধু তার অংশে মোস্ট প্রবাবলি ৩ ঘণ্টার একটা অনুষ্ঠান হবে। উনি ৩৫টির মতো গান গাইবেন।’
বিষয়টি নিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘এ ছাড়া আমাদের দেশি শিল্পী আছে, মমতাজ আপা আছেন মাননীয় সংসদ সদস্য—উনিসহ আরও দুই-তিন জন লোকাল শিল্পী পারফর্ম করবেন। জাতীয় সংগীতও স্টেজে পারফর্ম করা হবে। পুরো অনুষ্ঠান আমরা দুই ভাগে ভাগ করেছি। বিকালে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান আর সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট।’
রবিবার (২৭ মার্চ) রাতে ঢাকা এসে পৌঁছেছেন এ আর রাহমান। ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন তিনি। আজ সোমবার সন্ধ্যার পর মিরপুরের হোম অব ক্রিকেটে তৈরিকৃত স্টেজে রিহার্সাল করবেন গুণী এই শিল্পী। যথাযথভাবে কনসার্ট আয়োজন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। এ আর রহমানের কনসার্ট সরাসরি দেখাবে সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর।
সাধারণ দর্শকরাও টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই টিকিট পাওয়া যাচ্ছে। তিন ক্যাটাগরির টিকিট কিনতে পারবেন আগ্রহীরা। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড ৫ হাজার ও ব্রোঞ্জ ১ হাজার টাকা।
এর আগেও বিসিবি এ আর রাহমানকে উড়িয়ে এনেছিল ঢাকায়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তিনি।