নাসিম রুমি: শাকিব খানের সঙ্গে প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল। কলকাতায় নায়িকা তকমা না পেলেও ঢাকায় পেয়েছেন বেশ প্রশংসা। অর্থাৎ অভিষিক্ত সিনেমায় পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ।
এই এক ছবি রীতিমতো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ইধিকাকে আলোকিত করে দুই বাংলার বিনোদন দুনিয়ায়। ফলে ঢাকায় ইধিকার কদর বেশ বেড়েছে। আর এই সুযোগটা ছাড়ছেন না বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। এর আগে ঢাকায় বেশ কবার এসেছেন, এসেছেন কফিশপ চালুর অনুষ্ঠানে। আর এবারে ঢাকায় এলেন একটি সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান চালুর অনুষ্ঠানে।
ধানমন্ডির এই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে ইধিকা বলেন, এই দেশের মানুষ আমাকে অনেক বেশি আপন করে নিয়েছে। যার প্রমাণ আমি প্রিয়তমা মুক্তির সময়ই পেয়েছি। এই দেশের মানুষের সঙ্গে আমার এখন হৃদয়ের সম্পর্ক। ফলে এই দেশে আসা হয়। এবার আমি এসেছি একটি বিউটি ট্রিটমেন্টের প্রতিষ্ঠানে। আমি যে পেশায় আছি, তার সঙ্গে এই যে বিউটি ট্রিটমেন্ট কিংবা সৌন্দর্যচর্চা ওতপ্রোতভাবে জড়িত। যার ফলে এবার ঢাকায় আসা।
জানা গেছে, ইধিকা পাল ফরিদপুর যাবেন একটি ডকুমেন্টারি ফিল্মের শুটিং করতে।