English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

ঢাকায় আসতে প্রস্তুতি নিচ্ছেন শ্রীলেখা

- Advertisements -

তিনি অভিনেত্রী, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে। তিনি একটা পোস্ট করলে ভাইরাল হয় ঝড়ের গতিতে। নিত্যদিন শ্রীলেখা মিত্র থাকেন সংবাদ শিরোনামে। যে কারণে ইন্ডাস্ট্রির অনেকের আলোচনার বিষয় হয়েছেন তিনি। অন্তত এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।

নতুন খবর হচ্ছে এবার ঢাকায় আসছেন এই অভিনেত্রী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শ্রীলেখা নিজেই। বুধবার (১১ জানুয়ারি) দুটো ছবি পোস্ট করে শ্রীলেখা ক্যাপশনে লেখেন , ‘আমার শেকড় বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জানা যায়, ১৫ জানুয়ারি দুপুরে কলকাতা থেকে বিমানে চড়বেন তিনি ঢাকার উদ্দেশ্যে।

আসছে ১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হবে এই অভিনেত্রীর নির্মিত সিনেমা ‘এবং ছাদ’। স্বল্পদৈর্ঘ্য এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয় ও প্রযোজনা করেছেন তিনি নিজেই।

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী চলবে এ আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। ২২ জানুয়ারি পর্দা নামবে উৎসবের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন