ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অভিনেত্রী নিশাত আরা আলভিদা (১৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিশাতের পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি হঠাৎ জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন। এরপর তার প্লাটিলেট বৃদ্ধি পেলে বাড়িতে নিয়ে আসা হয়। বাসাতে থাকা অবস্থায় গতকাল মারা যান তিনি।
গতকাল রাতেই নিশাতের মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিশাতের বেড়ে ওঠা নাটোরে। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি।
চলমান এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী ছিলেন নিশাত। সর্বশেষ অ্যাকাউন্টিং পরীক্ষাও দিয়েছিলেন।
বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে কাজ করেছেন নিশাত। সম্প্রতি একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পান এই অভিনেত্রী। তার আগে বিভিন্ন পার্শ্বচরিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে।