বলিউডের ইতিহাসে অন্যতম সেরা ব্যবসাসফল সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভক্ত অনুরাগীরা ভালোবেসে সিনেমাটিকে ডিডিএলজে নামে ডাকেন। রোমান্টিক সিনেমাটি দিয়ে শাহরুখ খান এবং কাজল বলিউডের সেরা জুটির সম্মান অর্জন করে নিয়েছেন। এ সিনেমার সাফল্য শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষত যুক্তরাজ্যের রেলস্টেশনগুলোতে শুটিং হওয়া দৃশ্যগুলো আজও দর্শকদের মনে গভীরভাবে গেঁথে রয়েছে।
১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পায় ‘ডিডিএলজে’। দেখতে দেখতে ৩০ বছর পূর্ণ হওয়ার পথে সিনেমাটি। এই মাইলফলককে ঘিরে ছবির টিমের অনেক পরিকল্পনা রয়েছে। তবে জানা গেল ‘ডিডিএলজে’র মুক্তির ৩০ বছর উদযাপন করবে ব্রিটিশ রেলওয়েও।
সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছিল যুক্তরাজ্যে। সেখানে লন্ডন ও ম্যানচেস্টারের একাধিক রেলস্টেশনেও দৃশ্যায়ন করা হয়েছিল। কিংস ক্রস স্টেশন সেই সিনেমার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের স্থান, যেখানে রাজ ও সিমরান প্রথম একে অপরকে দেখেছিল এবং তাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছিল।
এ বছর ব্রিটেনে আধুনিক রেলপথ ব্যবস্থার দ্বিশতবার্ষিকী পূর্ণ হয়েছে। সেই আয়োজনের সঙ্গে ‘ডিডিএলজে’ সিনেমার ৩০ বছর উদযাপনকে যুক্ত করা হয়েছে। এ উপলক্ষে ব্রিটিশ রেলওয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের সঙ্গে আলোচনাও করেছে। তারা যৌথভাবে আয়োজন করবে ‘কাম ফল ইন লাভ- দ্য ডিডিএলজে মিউজিক্যাল’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
এই মঞ্চে সিনেমাটির জনপ্রিয় গান, উল্লেখযোগ্য দৃশ্য এবং গল্পের নানা বিষয় উপস্থাপন করা হবে। সেখানে প্রাচ্য এবং পাশ্চাত্য সুরের মিশ্রণে তৈরি ১৮টি ইংরেজি গানও পরিবেশন করা হবে এবং রাজ-সিমরানের প্রথম সাক্ষাৎ দৃশ্যটি বিশেষভাবে মঞ্চস্থ করা হবে বলে জানা গেছে।
‘রেলওয়ে ২০০’ উদযাপনের নির্বাহী পরিচালক সুজান ডোনেলি এক বিবৃতিতে বলেন, ‘রেলওয়ে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছে। এটি শুধুমাত্র যোগাযোগের একটি মাধ্যম নয় বরং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশও হয়ে উঠেছে। তাই ব্রিটেনের আধুনিক রেলপথের ২০০ বছর পূর্তিতে বলিউডের অন্যতম জনপ্রিয় ডিডিএলজে ছবির ৩০ বছর পূর্তি এক করা হয়েছে। এই আয়োজনটি আমাদের জন্য গর্বের।’
অনুষ্ঠানটি ২৯ মে ম্যানচেস্টার অপেরা হাউসে শুরু হবে। ২১ জুন পর্যন্ত চলবে। তবে সেখানে শাহরুখ-কাজল বা ছবিটির টিমের পক্ষ থেকে কে উপস্থিত থাকবেন তা এখনো নিশ্চিত নয়।