চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমে পরেছেন আমেরিকান সুপার মডেল গিগি হাদিদ। এই দুই তারকাকে বিভিন্ন সময় একসঙ্গেও দেখাও গিয়েছিল। এই সুপার মডেলের মায়ের সঙ্গেও দেখা করেছিল লিওনার্দো। সম্পর্ক নিয়ে তখন তারা নিজেরাও কিছু বলেননি।
তাদের সেই সম্পর্ক টেকেনি। এবার আরেকজনের সঙ্গে ডেট করতে দেখা গেল গিগি হাদিদকে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি অভিনেতা-নির্মাতা ব্র্যাডলি কুপারের সঙ্গে নিউ ইয়র্ক শহরের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন গিগি। সে সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তারা। সেই ছবি এখন ভাইরাল। তাদেরকে একসঙ্গে ডিনার ডেটে দেখে অবাক হয়েছেন অনেকেই।
ভাইরাল সেই ছবিতে দেখা গেছে, গিগি পরেছিলেন সাদা রঙের ক্রপড টপ। সাথে ওভারসাইজড কালো লেদার জ্যাকেট এবং মিনি স্কার্ট। ব্র্যাডলি কুপার পরেছিলেন নীল রঙের টিশার্ট। তার উপরে সাদাকালো চেক শার্ট। সাথে জিন্স। মাথায় ক্যাপও ছিল।