নাসিম রুমি: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অভিনেত্রী ববিতাকে নিয়ে একটি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই কিংবদন্তি নায়িকাকে আজীবন সম্মাননা দেওয়া হয় এবং তার সম্মানে ৫ আগস্টকে ‘ববিতা দিবস’হিসেবে ঘোষণা করা হয়।
(৪ আগস্ট) টেক্সাসের রিচার্ডসন সিটির মেয়র বব ডুব ‘ববিতা দিবস’ঘোষণা করেন। সেই সঙ্গে ববিতার হাতে সম্মাননা তুলে দেন।
এ উৎসবের পর থেকে প্রতি বছর ডালাসে দিনটি ‘ববিতা দিবস’হিসেবে উদযাপিত হবে।
আমেরিকা থেকে অভিনেত্রী ববিতা গণমাধ্যমকে বলেন, ববিতা দিবসের যাত্রা শুরুর মধ্য দিয়ে আমাকে ও আমার প্রিয় বাংলাদেশকে যে সম্মাননা জানানো হলো তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত, আনন্দিত। এ সম্মান শুধু আমাকেই নয়, এ সম্মান বাংলাদেশকেও প্রদর্শন করা হয়েছে। জীবনে এমনই কিছু মুহূর্ত আসে যা জীবনের জন্য আশীর্বাদ হয়েই আসে।
তিনি বলেন, মেয়রের হাত ধরে সেখানে ববিতা দিবসের যে যাত্রা শুরু হলো তা যেন জীবনকে আরও পরিপূর্ণতা এনে দিয়েছে। প্রতিটি মুহূর্তে প্রিয় বাংলাদেশকেই মনে পড়েছে। কারণ বাংলাদেশের জন্য, সেখানকার দর্শকের জন্যই আজ আমি ববিতা, যাকে নিয়ে নতুন এক দিগন্তের সূচনা হলো।