গতবছর টেলর সুইফটের কনসার্টে উপস্থিত মানুষের সংখ্যা এবং তাদের উন্মাদনায় রীতিমতো ভূমিকম্প হয়ে যায়।
কনসার্টে মানুষের উন্মাদনায় উঠেছিল ১৬০ বিট প্রতি মিনিটে। দর্শকের নাচানাচাতি ৮০ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়েছিল। যা ১০ থেকে ১৬টি গাড়ির ব্য়াটারি চললে হয়। কম্পনের মাত্রা ন্য়ানোমিটারের মাত্রায় ছিল কখনও ২২.৮, কখনও ২৩.৩ তো কখনও ২৩.৪।‘রেডি ফর ইট’, ‘ক্রুয়েল সামার’ ও ‘শ্য়াম্পেন প্রবলেমস’ গানগুলি যখনই টেলর গেয়েছেন, তখনই ঝড় উঠেছে।
ইউএস ম্যাগাজিনের রিপোর্ট বলছে, এই ভূমিকম্প স্কটল্যান্ডেই প্রথম নয়। গতবছর টেলরের ‘দ্য এরাস ট্যুর’-এর সিটল ও লস অ্যাঞ্জেলস পর্বেও জমি নড়ে গিয়েছিল। ভূ-কম্পনের মাত্রা কখনও ২.৩ ম্যাগনিটিউডও ছিল। এটাই টেলরের মহিমা। তবে টেলর ভক্তরা বিষয়টিকে ‘আর্থকোয়েক’ অর্থাৎ ভূমিকম্প বলেন না। নাম দিয়েছেন ‘সুইফট-কোয়েক।’ এতেই বোঝা যায় যে টেলর কোন মাপের শিল্পী।
টেলর গতবছর ১৭ মার্চ থেকে শুরু করেছেন ম্যারাথন কনসার্ট ‘দ্য এরাস ট্যুর।’ এক বছরেরও বেশি সময় ধরে চলা ট্যুরে টেলর পাঁচটি মহাদেশের ২২টি দেশ ঘুরে ১৩১টি শো করার পরিকল্পনা করেছেন। ২০১৮ সালে রেপুটেশন স্টেডিয়াম ট্যুরের পর এটাই টেলরের সবচেয়ে ব্যয়বহুল ট্যুর। টেলর এখনও পর্যন্ত মোট ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন। মূলত প্রতিটি অ্যালবামের বাছাই করা গানই গাইছেন ১২টি গ্র্যামি, ১৪টি এমটিভি ভিডিয়ো মিউজিক অ্যাওয়ার্ডের সঙ্গেই প্রায় শতাধিক গিনেস বিশ্বরেকর্ডধারী!