English

35 C
Dhaka
শনিবার, এপ্রিল ৫, ২০২৫
- Advertisement -

ঝলমলে জীবনের পেছনে থাকে নানা চড়াই-উতরাই: ববি

- Advertisements -

নায়িকা ইয়ামিন হক ববির পরবর্তী সিনেমা ‘ময়ূরাক্ষী’। সমস্ত কাজ শেষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ‘ময়ূরাক্ষী’ নির্মাণের কথা শোনা যায়। তবে নির্মাতা জানান, এটি প্রেমের গল্প, তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

নিজের চরিত্রের বিষয়ে ইয়ামিন হক ববি বলেন, “ময়ূরাক্ষী’ সিনেমার চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। একজন অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই ঝলমলে হোক না কেন, পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত রূপে তুলে ধরা সত্যিই জটিল। তাই অনেক প্রস্তুতি নিয়ে শুটিং করেছি।”

‘ময়ূরাক্ষী’ সিনেমায় ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ। ইন্টারন্যাশনাল লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন গোলাম রাব্বানী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন