নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় র্যাপার হানি সিং পেশাগত জীবনে সাফল্য পেলেও তার ব্যক্তিগত জীবন সুখের নয়। বছর খানেক আগে নেশার কারণে স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। সম্প্রতি একটি কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে গাঁজার কুফল সম্পর্কে জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিভোর্সের পর নেশা করার বিষয়টা নিয়ে অনেক ভাবনাচিন্তা করেছিলেন হানি সিং। ছেড়েছিলেন গাঁজা খাওয়া। গাঁজার কুফল যে কতখানি ভয়ানক হতে পারে, তা গায়ক বেশ ভালই বুঝেছেন তার জীবন দিয়ে। তরুণ প্রজন্মের সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।
মঞ্চে দাঁড়িয়ে হানি সিং বলেছেন, কখনও গাঁজা-চরস খাবে না। ওর থেকে বাজে জিনিস আর পৃথিবীতে একটাও নেই। আমার জীবনের পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি। তাই ভাই-বোনেরা গাঁজা একদম ছুবে না।
হানি সিংয়ের গানের মধ্যে অদ্ভুত এক মাদকতা রয়েছে। তার সেসব গানের মধ্যে থাকে নেশার কথাও।