চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের ঘোষণা করেছে। শনিবার এক বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে বয়কটের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
সোহান বলেন, শনিবার (০৫ মার্চ) সকাল ১১টায় পরিচালক সমিতিতে একটি মিটিং হয়েছে। যেখানে আজ থেকে চলচ্চিত্র প্রদর্শক সমিতিও যুক্ত হয়েছে৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জায়েদের সঙ্গে এখন থেকে চলচ্চিত্রের ১৮ সংগঠনের কেউ কাজ করবো না। সেইসঙ্গে তার কোনো সিনেমা হল মালিকরা প্রদর্শনীও করবে না।
সোহানুর রহমান সোহান জানান, তবে এই মিটিংয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কেউ উপস্থিত ছিলেন না। তাই লিখিতভাবে এই সিদ্ধান্তের বিষয়টি শিল্পী সমিতির বর্তমান কমিটিকে আমরা জানাবো। জায়েদ খান ছাড়া যদি আমাদের সঙ্গে আসে তবে তাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কার্যক্রম চলবে।
খুব সুন্দর একটা কথা
খুব ভাল
একদম ঠিক হয়েছে।