নাসিম রুমি: নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখন খুব একটা আর নাটকে তাকে দেখা যায় না। ভালো গল্প পেলে তবেই তাকে দেখা যায়। নাটকে অভিনয় কমিয়ে দিয়ে এখন ওটিটি কনটেন্টের কাজে মনোযোগী হয়েছেন এ অভিনেতা। গত বছরেই তিনটি ওটিটি কনটেন্টে যুক্ত হবার কথা জানিয়েছেন তিনি। এরমধ্যে একটির শুটিংও শুরু করেছেন।
‘আমলনামা’ নামে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান রাফি। তবে এ ফিল্মের নায়িকা নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল। কে হচ্ছে এ ফিল্মে জাহিদ হাসানের নায়িকা?
সেসময় বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করেন সংশ্লিষ্টরা। অবশেষে জানা গেলো নায়িকার নাম। এবার জাহিদ হাসানের সঙ্গে জুটি বাঁধলেন তমা মির্জা।
একটি সত্য ঘটনা কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ ফিল্মটি। এরইমধ্যে শুটিংও শেষ হয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফিল্মটির দুটি পোস্টার ও টিজার। একটি পোস্টারে দেখা গেছে তমা মির্জাকে। দ্বিতীয় পোস্টারে দেখা গেছে একটি ভাঙা ছবির ফ্রেম, যেখানে গুলি ও রক্তের দাগে একজনের মুখ, তবে স্পষ্ট নয়। আরও রয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা, তাদের সঙ্গে দুই বাচ্চা মেয়ে।
তবে গল্পে আভাস বা গতিপ্রকৃতি নিয়ে এখন কিছু বলতে চান না নির্মাতা। টিজার এবং ট্রেইলার দেখলে দর্শক সেই ঘটনা ধরতে পারবেন বলেও জানিয়েছেন নির্মাতা রাফী।
তিনি বলেন, ‘আমলনামা’ একটি সত্য ঘটনা থেকেই নির্মাণ করা হয়েছে। তবে কোন সত্য ঘটনা সেটা বলা যাবে না। আমি যে ধরণের সিনেমা বানাই এটাও তার ব্যতিক্রম নয়। দর্শক ফিল্মটি দেখলেই বুঝে যাবে।
জাহিদ হাসান প্রসঙ্গে নির্মাতা বলেন, ভাইকে নিয়ে এটাই আমার প্রথম কাজ, উনার সঙ্গে কাজটি করে অনেক ভালো লেগেছে। অনেকদিন পর তার ওটিটি কনটেন্ট আসছে। এটা আমার জন্য বড় ব্যাপার। আশা করি দর্শকেরও ভালো লাগবে।
কবে এ ফিল্মটি মুক্তি পাবে এ বিষয়ে দিনক্ষণ এখনও চুড়ান্ত নয়। তবে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।