নাসিম রুমি: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তাকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করছেন ‘দরদ’ শিরোনামে সিনেমা। কয়েক মাস আগে নির্মাতা জানান, সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকবেন বলিউডের এক অভিনেত্রী। আর দৃশ্যধারণের কাজ হবে ভারতের বেনারসে।
এ ঘোষণার পর শুরু হয় জোর চর্চা। নায়িকার নাম না জানানোর ফলে একেক সময় একেকজনের নাম উঠে আসে। শাকিব ভক্তরা বিষয়টি নিয়ে মেতে উঠেন। কখনো বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান কিংবা শেহনাজ গিলের নাম নিয়ে চর্চা চলতে থাকে। যদিও এসব নায়িকার কেউ-ই চূড়ান্ত হননি। অবশেষে প্রকাশ্যে এলো শাকিবের নায়িকার নাম। তিনি হলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সোনাল চৌহান। বাংলাদেশের পাশাপাশি ‘দরদ’ সিনেমা প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। ভারতের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা সোনালের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
অশোক ধানুকা গণমাধ্যমকে বলেন, ‘এসব বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখে। তবে আমি জানি, সোনাল চৌহান সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
আগামী ২০ অক্টোবর ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে। এ লটে টানা ২৫ দিন দৃশ্যধারণের কাজ হবে বলেও জানিয়েছেন অশোক ধানুকা।
ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পায় রাখেন। অভিনয় ক্যারিয়ারে দেড় ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস অভিনীত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।