English

27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী শর্বরী’র সষ্টম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

আজাদ আবুল কাশেম: জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী শর্বরী’র সষ্টম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি, ৬৬ বছর বয়সে, পরলোকগমন করেন। প্রয়াণ দিবসে এই গুণী শিল্পীর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।

শর্বরী (মীরা গুপ্তা) ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর, রংপুরের এক অভিজাত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পৈতৃক বাড়ি ময়মনসিংহে। অভিনেত্রী সুপ্রিয়া ও কল্পনা তাঁর দুই বোন। তাঁর ভাইয়ের মেয়ে, নবীনা চলচ্চিত্রের নায়িকা ছিলেন।

যাত্রাশিল্পী হিসেবে প্রথম তিনি অভিনয়ের সাথে যুক্ত হন। মঞ্চ থেকেই চলচ্চিত্রে আসেন শর্বরী। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র, সৈয়দ আউয়াল পরিচালিত ‘গুনাই বিবি’ মুক্তিপায় ১৯৬৬ সালে। শর্বরী অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য ছবি- অপরিচিতা, ওয়েটিং রুম, যদি জানতেম, মেহের বানু, সংসার, বর্গী এলো দেশে, অনুভব, দিল এক শীশা, স্বপ্নদিয়ে ঘেরা, রংবাজ, উপহার, শাপ মুক্তি, বেঈমান, চোখের জলে, সুজন সখি, হারজিৎ, এপার ওপার, দস্যুবনহুর, জালিয়াত, জানোয়ার, গড়মিল, যাদুর বাঁশি, মধুমিতা, দোস্ত দুশমন, দাতা হাতেমতাই, অনুরাগ, আগুন, ভুল যখন ভাঙ্গলো, আকাশ পরি, অনেক দিন আগে, আগুনের আলো, আঁধার পেরিয়ে, মিন্টু আমার নাম, জবাব, অশান্ত প্রেম, মাটির মানুষ, বেলা শেষের গান, সেলিম জাভেদ, নবাবজাদী, দোস্তী, শাহী দরবার, ছুটির ঘন্টা, নবাব, উজানভাটি, ফরিয়াদ, লুকোচুরি, মানসী, ডাকু মনসুর, সাম্পানওয়ালা, ভাগ্যলিপি, মায়ের আঁচল, নকল মানুষ, নওজোয়ান, নেপালি মেয়ে, মীমাংসা, কাজের বেটি রহিমা ইত্যাদি।

বাংলাদেশের চলচ্চিত্রে ৭০-৮০ দশকের তুমুল জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী ছিলেন শর্বরী। সহনায়িকা, নায়িকার বান্ধবী, ক্যাবারে ড্যান্সার এসব চরিত্রেই তাঁকে বেশী দেখা যেত। আমাদের চলচ্চিত্রের রূপালী পর্দাকে বিনোদনে বিনোদনে (শালীনতা বজায় রেখে) ভরিয়ে রাখতেন শর্বরী। কিছু কিছু ছবিতে প্রতিভাবান গুণী অভিনেত্রীর স্বাক্ষরও রেখেছেন তিনি। আামাদের চলচ্চিত্রশিল্পে, একজন নৃত্যপটীয়সী অভিনেত্রী হিসেবে, চির-অম্লান হয়ে থাকবেন শর্বরী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন