নাসিম রুমি: বলিউডের কাপুর পরিবারের একমাত্র চকোলেট বয় রণবীরের প্রেমজীবন নিয়ে চর্চার পারদ সবসময়ই তুঙ্গে ছিল। কারও অজানা নয়, এই রণবীর ছোট থেকেই ছিলেন নারী ঘেঁষা! ১৫ বছর বয়সেই ছিল তার অগণিত নারী বন্ধু; তাদের সঙ্গে কাটাতেন প্রাইভেট টাইম-ও।
নানা সাক্ষাৎকারে এসব কথা নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন রণবীর। অকপটে আরও জানিয়েছিলেন, বয়স ১৫ তেই জীবনের প্রথম সঙ্গম করেন অভিনেতা। এও বলেছিলেন, যার সঙ্গে অন্তরঙ্গে জড়াচ্ছেন, তাকে যদি ভালো না বাসেন, তাহলে সেই অন্তরঙ্গের চেয়ে খারাপ কিছু নেই। অর্থাৎ, ভালোবাসা ছাড়া সেটির অভিজ্ঞতা অত্যন্ত খারাপ।
শুধু নারীদের সঙ্গেই মিশতেন না রণবীর, মাদকের সঙ্গেও জড়িয়ে যান নায়ক। জানান, মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি তামাক সেবন শুরু করেন, কলেজে পা দিয়ে শুরু হয় মাদকের নেশা। তবে অনেক কষ্টে মাদকের নেশা ছাড়তে পেরেছিলেন কাপুর পুত্র।
কিন্তু এতকিছুর পরও তার ওপর আলাদা মায়া কাজ করেছে কারও কারও। সে থেকে জীবনে অসংখ্য প্রেমেও জড়িয়েছেন তিনি। বলিউডে অভিষেকের পর তার সম্পর্কের পরিধি ছুঁয়ে যায় অভিনেত্রী স্তরে। বয়সে-অভিজ্ঞতায় সিনিয়র নায়িকাদেরও বাদ রাখেননি।
বলা বাহুল্য, কোটি তরুণী ভক্তরা তো রয়েছেই; রণবীরকে নিয়ে এতকিছু জানা সত্ত্বেও তাকে পেতে লড়েছেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের মতো জনপ্রিয় অভিনেত্রীরাও। কিন্তু তাদের সকলকে টেক্কা দিয়ে একমাত্র জয় হয় আলিয়া ভাটের; জনপ্রিয় এই অভিনেত্রীর ক্ষমতা হারিয়ে দেয় বাকিদের, রণবীরের হাত ধরে বাসর ঘর পর্যন্ত নিয়ে যান আলিয়া-ই।
রণবীর কাপুর এখন এক সন্তানের বাবা। তার ৩ বছর বয়সী ফুটফুটে সেই কন্যা সন্তানের নাম রাহা। আলিয়া-রাহাকে নিয়েই বর্তমানে তিন জনের ‘পিকচার পারফেক্ট ফ্যামিলি’ তারা।