English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

ছেলেকে ব্যারিস্টার বানাতে চান বুবলী

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। এই দুই তারকার মধ্যকার সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো না হওয়ায় মায়ের কাছেই বেড়ে উঠছেন শাকিবপুত্র।

বিভিন্ন সময় বুবলীকে বলতে শোনা গেছে, বীরের বাবা তিনি, মাও তিনি। তার মানে, ছেলের যাবতীয় দায়িত্ব পালন করেন এই নায়িকা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, তার ইচ্ছে বীর বড় হয়ে ব্যারিস্টার হোক। ছেলে আইন বিষয়ের ওপর পড়ালেখা করুক।

কেন এমনটা ইচ্ছে এই অভিনেত্রীর? বুবলীর ভাষ্য, ‘বীর তো এখনও ছোট। তার বয়স তিন বছর হলো। আমি চাই সে খুব সাধারণভাবেই বেড়ে উঠুক। বড় হয়ে সে কি হবে সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইনপেশায় নিজেকে নিযুক্ত করুক।’

বুবলী বলেন, ‘আমি দুই বছর এলএলবি করেছি, তবে শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর করুক।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন