বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’সহ একাধিক সিনেমায় তার প্রমাণ দিয়েছেন। এবার তিনি নির্মাণ করেছেন ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে নেটফ্লিক্সের তারকাবহুল এই সিরিজের ফার্স্ট লুক।
এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। প্রকাশিত ফার্স্ট লুকে এসব তারকার লুক প্রকাশ্যে এসেছে। মনীষা, সোনাক্ষীদের রহস্যময় ও সাবলীল উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করেছে। চোখ ধাঁধানো ‘হীরামান্ডির’ ঝলক দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘হীরামান্ডি’ অবিভক্ত ভারতের লাহোরের এক গণিকালয়ের গল্প উঠে আসবে। যে গণিকালয়ের গল্পের চরিত্রদের হাত ধরে উঠে আসবে— প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার এবং রাজনীতি।
‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজ চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পাবে। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে সঞ্জয় লীলা বানসালির।