নাসিম রুমি: প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরে রেকর্ড ভেঙে চলেছেন বলিউড তারকা শাহরুখ খান। মুক্তির মাত্র চার দিনের ব্যবধানে বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির ব্যবসা করেছে তাঁর আলোচিত সিনেমা ‘পাঠান’। সবচেয়ে কম সময়ে ৪০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া সিনেমার তালিকায় উঠে এসেছে সিনেমাটি।
বাণিজ্য–বিশ্লেষক ও চলচ্চিত্র সমালোচক রমেশ বালার এক টুইটের বরাতে দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, গত শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। শনিবার আরও ১০০ কোটি রুপির ব্যবসা করায় তা ৪০০ কোটিতে দাঁড়িয়েছে। গত চার দিনে ভারতে ২০০ কোটি রুপির ব্যবসা করেছে ‘পাঠান’।
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত বুধবার। স্পাই থ্রিলার সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ভারতীয় বাণিজ্য–বিশ্লেষক সুমিত নাদেল আশা করছেন, প্রথম কোনো বলিউড সিনেমা হিসেবে মাত্র পাঁচ দিনে ৫০০ কোটি রুপির ব্যবসা করতে পারে ‘পাঠান’। আজ সোমবার বিশ্বজুড়ে ১০০ কোটি ব্যবসা করলেই রেকর্ডের পাতায় উঠবে সিনেমাটির নাম। গত চার দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যা এখন শুধুই সময়ের অপেক্ষা।