English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

চলতি বছরেই ঢাকায় আসছেন শাহরুখ!

- Advertisements -

নাসিম রুমি: ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।

লাইভ কনসার্টে অংশ নিয়ে মাতিয়ে যান ঢাকার সিনেপ্রেমীদের। এরপর ১৪টি বছর পেরিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে আর পা রাখা হয়নি কিং খানের।

তবে তাকে ফের দেশে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। প্রথমবার তিনিই শাহরুখকে দেশে নিয়ে আসেন।

এ বিষয়ে স্বপন চৌধুরী এক গণমাধ্যমকে বলেন, এমনিতে শাহরুখ উপমহাদেশে সর্বাধিক জনপ্রিয় অভিনেতা। তার ওপর সম্প্রতি পর পর তিনটি সুপারহিট সিনেমা উপহার দিয়ে আলোচনার কেন্দ্রে তিনি।

বাংলাদেশে তার সিনেমা মুক্তি পাওয়া দর্শকদের মধ্যেও এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। আর সেই উন্মাদনার প্রতি খেয়াল রেখেই আমরা আবার পরিকল্পনা হাতে নিয়েছি শাহরুখকে ঢাকায় নিয়ে আসার।

কবে নাগাদ সফল হতে পারবেন প্রশ্নে তিনি বলেন, ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। অনেকটা এগিয়েও গিয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখকে চলতি বছরেই ঢাকায় আনতে পারব।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন