English

19.8 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

চলচ্চিত্রের মারপিট পরিচালক ও অভিনেতা মোসলেম-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

চলচ্চিত্রের মারপিট পরিচালক ও অভিনেতা মোসলেম-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৯ সালের ২৬ জুন, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। প্রয়াত অভিনেতা মোসলেম-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

মোসলেম (মোঃ ওয়াজেদ আলী) ১৯৫৬ সালের ১০ অক্টোবর, পুরাতন ঢাকায় জন্মগ্রহণ করেন। মারপিট দৃশ্যের অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আসেন তিনি। পরবর্তিতে মারপিট পরিচালক ও অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি পান। মোসলেম-এর প্রথম অভিনীত ছবি ‘জিঘাংসা’ মুক্তিপায় ১৯৭৪ সালে। তিনি আরো যেসব ছবিতে অভিনয় করেন তারমধ্যে উল্লেখযোগ্য- গুন্ডা, সেতু, প্রতিনিধি, বাহাদুর, বারুদ, জনি, স্বাক্ষী, মোকাবেলা, বুলবুল-এ বাগদাদ, বদলা, কার পাপে, রাজমহল, নিশান, নবাবজাদী, ঈমান, সেলিম জাভেদ, ফুলশয্যা, সুলতানা ডাকু, প্রতিজ্ঞা, যুবরাজ, রাজা সাহেব, জবাব, আওয়ারা, দাঙ্গা, প্রভৃতি।

মোসলেম যেসব চলচ্চিত্রের মারপিট পরিচালনা করেছেন তারমধ্যে- সোনার সংসার, আশা নিরাশা, রাস্তার রাজা, শক্তি, আওলাদ, দুলারী, মা-বাবা, চন্দনা ডাকু, টক্কর, হিম্মতওয়ালী, দস্যুফুলন, ভাত দে, আমিই ওস্তাদ, নিয়তির খেলা, মিলন তারা, ক্ষতিপূরণ, ক্ষমা, ধনী-গরিব, রাজা, মরন কামড়, মৃত্যুর মুখে, ঘৃণা, দুর্জয়, বিচার হবে, সুখের ঘরে দুখের আগুন, প্রেমের তাজমহল, রঙ্গীন সাগর ভাসা, স্বার্থপর, শিরি ফরহাদ, সৎ মানুষ, প্রেমের অহংকার, অধিকার চাই, ভুলোনা আমায়, শেষ যুদ্ধ, অন্যতম।

বাণিজ্যিক চলচ্চিত্রে এ্যাকশন বা ফাইটিং দৃশ্য একটি অপরিহার্য বিষয়। আর এই এ্যাকশন দৃশ্যকে বিভিন্ন কৌশলে বাস্তবিকভাবে দর্শকদের সামনে সিনেমার পর্দায় তুলে ধরেন একজন ফাইট ডিরেক্টর। আমাদের দেশের বহু বাণিজ্যিক চলচ্চিত্রের ফাইট ডিরেক্টর ছিলেন মোসলেম। বিভিন্ন চলচ্চিত্রে তাঁর নির্দেশিত দূর্ধর্ষ ফাইট সিনেমার দর্শকদের যেমন উত্তেজনায় ভরিয়ে রাখতো, তেমনই চলচ্চিত্রকে ব্যববসাসফল করার ক্ষেত্রেও রাখেছে বিশেষ ভূমিকা।
অসংখ্য বাণিজ্যিসফল চলচ্চিত্রের মারপিট পরিচালক মোসলেম, অনন্তলোকে ভালো থাকুন এই আমাদের প্রার্থণা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন