English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

চলচ্চিত্র সংকট কাটাতে ‘রংবাজি দ্য লাফাঙ্গা’

- Advertisements -

চলমান দর্শক সংকট কাটিয়ে চলচ্চিত্রে আশার আলো দেখাবে ‘রংবাজি দ্য লাফাঙ্গা’। সেই সাথে হলবিমুখ দর্শককেও সিনেমা হলমুখি করবে এটি। করোনা কাটিয়ে নতুন বছরের শুরুতে এমনটাই আশা করছেন পরিচালক কমল সরকার। তিনি জানান, তার নির্মিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি দেশব্যাপী। তিনি বলেন, ‘এই সিনেমার মাধ্যমে দেশিয় চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে। সুপার অ্যাকশন এবং রোমান্টিক ঘরানার এই সিনেমাটি দর্শকদের পুরোপুরি বিনোদন দিতে প্রস্তুত।’

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ মুক্তি দিতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যে সিনেমাটি এটি টিজারও মুক্তি পেয়েছে।

প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন এবং পরিচালনা করেছেন কমল সরকার। এমএ কাইয়ুমের চিত্রগ্রহণে অভিনয় করেছেন বিন্দিয়া, ইউসুফ রনি, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ। অ্যাকশন দৃশ্যে আরমান, মিঠু, নৃত্যে সাইফ খান কালু, আজাদ, সম্পদনায় তৌহিদ হোসেন চৌধুরী, সঙ্গীতে নীলু, আহমেদ হুমায়ুন, রুমি সেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন