আজাদ আবুল কাশেম চলচ্চিত্র পরিচালক নজমুল হুদা মিন্টু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ২ জুন, লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গুণি এই চিত্রপরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
নজমুল হুদা মিন্টু ১৯৪২ সালের ৫ ডিসেম্বর, নওগাঁ জেলার শান্তাহারে জন্মগ্রহণ করেন।
১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পরিচালিত ‘তালাশ’ ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রের সাথে জড়িত হন তিনি।
নজমুল হুদা মিন্টু পরিচালিত চলচ্চিত্রের মধ্যে- সূর্য ওঠার আগে, চৌধুরী বাড়ি, ডাকপিয়ন, অনেক প্রেম অনেক জ্বালা, দিনের পর দিন, সংঘর্ষ, মধু মালতি, ঘরে বাইরে, বিধিলিপি, জবরদস্ত, মৌসুমি, ভন্ড প্রেমিক, অন্যতম।
নিরীহ ভালো মানুষ ও ভালো সংগঠক হিসেবে পরিচিত নজমুল হুদা মিন্টু একাধীকবার পরিচালক সমিতির নির্বাহি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সফলভাবে। বেশ কয়েক বছরই তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ।
নজমুল হুদা মিন্টু’র এক ছেলে নাদিম ও এক মেয়ে নুসরাত, তাঁরা স্থায়ীভাবে লন্ডনে বসবাস করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি লন্ডনে তাঁর ছেলে-মেয়ের কাছেই ছিলেন।