নাসিম রুমি: এবার ঈদে মুক্তি পাওয়া হাফ ডজন সিনেমার মাঝে অন্যতম মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। তবে প্রেক্ষাগৃহে এই ছবির টিকিট সংকট রয়েছে বলে অভিনেতাকে অভিযোগ করেন দর্শকেরা। আর তারই জবাব দিলেন তিনি।
সিনেমাটি মুক্তির আগে থেকেই প্রচারণায় ব্যস্ত ছিলেন মোশাররফ করিম। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় তার।
এরপর ‘চক্কর ৩০২’ মুক্তির পর পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহগুলোতে ঘুরছেন মোশাররফ করিম। সে সময়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন অভিনেতা।
এ সময় সিনেমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোশাররফ করিম। টিকিট না পাওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘যদি এমন হয় যে একটি সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই। আর এটা নিয়ে যদি আমি অল্প হলেও আনন্দ পাই তাহলে সেটা মানসিক অসুস্থতা। কারণ একটা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে বলেই সেটা খারাপ হয়ে গেল এমন নয়। হতেই পারে সেই সিনেমা বহু বছর দর্শকের মনে বেঁচে থাকবে।’
এরপর মোশাররফ করিম বলেন, ‘যাই হোক আমাদের সিনেমা হয়তো দীর্ঘবছর বেঁচে থাকবে না কিন্তু দর্শক সিনেমাটা দেখছে এটাতে আমি সন্তুষ্ট।’