English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ঘাসের পোশাকে উরফি, নেটিজেন বললেন ছাগল পাঠাচ্ছি

- Advertisements -

ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন তিনি। এবার ঘাসের পোশাক পরে চমকে দিলেন তিনি।

উরফি জাভেদ তার ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, উরফির পরনে নীল রঙের স্যুট-কোট। আর এ পোশাকের ওপরে শোভা পাচ্ছে সবুজ রঙের ঘাস। এমন রূপে উরফিকে দেখে হতবাক নেটিজেনরা।

ঘাসের পোশাক পরে হাঁটতে দেখে নেটিজেনরা যেমন কটাক্ষ করছেন, তেমনি আবার রসিকতা করতেও ছাড়ছেন না। কমেন্ট সেকশনে একজন লিখেছেন— ‘দাঁড়াও ছাগল পাঠাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘এক ছাগলেই খেল খতম।’ আরেকজন লিখেছেন, ‘ফিল্ম দুনিয়ার সবচেয়ে বড় পাগল।’

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন