করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত। বুধবার (৩১ মার্চ) এ অভিনেতার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, রাকায়েত ভাই কোভিড-১৯ পজিটিভ। ডাক্তারের পরামর্শে অনুযায়ী বাসায় আছেন। সবাই ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন।
গাজী রাকায়েতের শিক্ষার্থী ও নাট্যনির্মাতা আজাদ আল মামুন বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে নির্মাণ বিষয়ে ডিপ্লোমা করছি।
রাকায়েত স্যার আমাদের কো-অর্ডিনেটর। কয়েকদিন আগেও স্যারের সঙ্গে দেখা। সেদিনও করোনা নিয়ে স্যার আমাদের সাবধান করেছেন। কিন্তু তিনি নিজেই আক্রান্ত হয়ে গেলেন! আজ (১ এপ্রিল) দুপুরে স্যারের সঙ্গে ফোনে কথা বলেছি। স্যার বাসায় আছেন এবং ভালো আছেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন।
গত বছর ২৫ ডিসেম্বর মুক্তি পায় গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমা ছবি ‘গোর’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই।