English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

গল্প আড্ডা আর গানে শিল্পী সায়েরা রেজার বার্থডে সেলিব্রেশন

- Advertisements -

১ ফেব্রুয়ারি ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজার জন্মদিন। এ বিশেষ দিনে সায়েরা’র আমন্ত্রনে রাজধানীর একটি অভিজাত রেস্তোরায়, সন্ধ্যায় মিলিত হন দেশের শীর্ষ স্থানীয় প্রায় সব বিনোদন সাংবাদিক। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে, কেক কেটে, উপস্থিত সবার সাথে গল্প-গান-আড্ডায় মেতে পালিত হয় শিল্পী সায়েরা রেজার জন্মদিন। বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারেরও জন্মদিন ছিল ওই দিন। তারও জন্মদিনের কেক কাটা হয় এ অনুষ্ঠানে।

বিশিষ্ট সাংবাদিক দুলাল খানের সঞ্চালনায় আনন্দঘন এ অনুষ্ঠানের শুরুতে ২০২০ সালে ফোক গানে দেশ সেরা শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড পাওয়া সায়েরা রেজার উপর ১টি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যাতে উঠে আসে শিল্পী সম্পর্কে অজানা অনেক তথ্য। এরপর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জানা যায় শিল্পীর সাম্প্রতিক অর্জন এবং চলমান কাজসমুহ।

ধার ধারিনা পাড়া পড়শির, না না না তা হবে না, ওরে সোনা তুই আস্তে চল – এ সকল সুপারহিট গানের গায়িকা সায়েরা’র গাওয়া “আসাম যাবো” গানটি এখন অনেকের মুখে মুখে। ইউটিউবে এ গানটির সার্বিক অডিও রিচ ইতিমধ্যে ১০০ মিলিয়ন ছাড়িয়েছে। এ গানটির জনপ্রিয়তা দেশের সীমা ছাড়িয়ে পৌঁছেছে পাশের দেশেও। টলিউডের হার্টথ্রব নায়িকা শ্রাবন্তীকেও দেখা যায় এ গানটির সাথে টিকটক করতে। সুফী-ফোক গানে অসামান্য দখলের জন্যে গত ৩ মাসে তিনি তালুবন্দী করেছেন তিন তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা – চ্যানেল আই ডিস্টিংগুইসড আর্টিস্ট এ্যাওয়ার্ড ২০২১, বাবিসাস এ্যাওয়ার্ড ২০১৯ এবং বাংলাদেশ এক্সেলেন্স এ্যাওয়ার্ড ২০২১। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে অগ্রণী প্রতিষ্ঠান ‘ঐক্য ফাউন্ডেশন’ তাদের শুভেছাদূত হিসেবে নিযুক্ত করেছেন সায়েরাকে।

নিয়মিত টিভি লাইভ ও দেশের বিভিন্ন জেলায় কনসার্টের পাশাপাশি মৌলিক, ফোক ও প্লেব্যাক মিলিয়ে সম্প্রতি বেশকিছু নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যাও পাখি বলো তারে, এক সমুদ্র ভালোবাসা ও চক্কর নামের তিনটি চলচ্চিত্রে এবং প্রথম আলো – ডিজে রাহাত প্রযোজিত “শেকরের গান” প্রজেক্টে ৭টি গান করার পাশাপাশি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘সায়েরা রেজা মিউজিক লাউঞ্জে’র জন্য ৬ টি মৌলিক ও ৩ টি ম্যাশাপ সং করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায় আছে।

১০টি জনপ্রিয় লালন সাইজির গান নিয়ে ম্যাশাপ, ৮ টি বিয়ের গীত নিয়ে ম্যাশাপ এবং ১০ টি সিনেমার গান নিয়ে ম্যাশাপ – এ প্রজেক্ট গুলো অনন্য ও নান্দনিক হবে বলে জানালেন সায়েরা। গান করার পাশাপাশি আগামী মাসে আমেরিকায় অনুষ্ঠিতব্য আর টিভির ১ টি রিয়েলিটি শো’তে বিচারকের আসনে দেখা যাবে এ গুণী সুফী-ফোক ডিভাকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন