English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

গভীর রাতে ঢাকার রাস্তায় সেহরি বিতরণ করলেন নায়ক ও পরিচালক

- Advertisements -

নাসিম রুমি: মধ্যরাতের হঠাৎ করে বের হয়েই দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিতরণ করলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ, চিত্রনায়ক শরীফুল রাজ। ফেসবুকে পাওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় দলবদ্ধভাবে কিছু মানুষ গভীর রাতে ঢাকার রাস্তায় খাবার প্যাকেট বিতরণ করছেন।

একনজরে দেখলে না বোঝা গেলেও একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে বিতরণকারীদের দলে রয়েছে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ।

এ বিষ্যে অবশ্য নির্মাতা মোস্তফা কামাল রাজ কথা বলতে চাননি। তবে জানা গেছে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নির্মিত চলচ্চিত্র ওমর। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফুল। ছবিটির নামাঙ্কিত টি শার্ট পরে মধ্যরাতে নেমে পড়েন ছবির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন।

গভীর রাতে রাজধানী উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশেপাশের এলাকায় সেহরির জন্য প্যাকেট খাবার বিতরণ করেছেন তারা।

ইতোমধ্যে ওমর সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে, সিনেমাটির গল্প সম্পর্কে তেমন কোনও আভাস পাওয়া যায়নি টিজারে। তবু দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে। এছাড়া সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও রয়েছে আধুনিকতার ছাপ। যা বাড়তি আকর্ষণ তৈরি করছে দর্শকের মনে। টিজারে দেখা গেছে, আরফিন রুমির কণ্ঠের সুরেলা গানের আভাস, সেই সঙ্গে রহস্য, খুন, সাসপেন্স আর রাজ-দর্শনা বণিকের নাচের ঝলক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন