ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল মারা গেছেন। সোমবার (৬ মার্চ) বিকাল আনুমানিক ৫.৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যপরিচালক মাসুম বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
এক বছর তিন মাস ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কোরিওগ্রাফার মাসুম বাবুল। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।
১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন বাবুল। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙ্গিনায় পা রেখেছিলেন তিনি। ধীরে ধীরে তারকা নৃত্যপরিচালক হিসেবে ঈর্ষণীয় পর্যায়ে নিজেকে নিয়ে যান তিনি। নিজের বর্ণিল ক্যারিয়ারে দেড় হাজারের বেশি সিনেমার নৃত্যপরিচালনা করেছেন এই খ্যাতিমান নৃত্যপরিচালক।
গুণী এই নৃত্যপরিচালকের মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।