English

16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
- Advertisement -

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মুস্তাফিজ এর মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

বাংলাদেশের সামাজিক ছবির সফল ও জননন্দিত নির্মাতা কামাল আহমেদ-এর আজ ২২তম মৃত্যুবার্ষিকী । ১৯৯৮ খ্রিষ্টাব্দের ৪ আগস্ট, ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
প্রয়াত গুণি এই চিত্রপরিচালক-এর স্মৃতির প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
চলচ্চিত্র পরিচালক কামাল আহমেদ ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৭ ফেব্রুয়ারি, কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। পঞ্চাশের দশকে ঢাকায় মঞ্চ নাটকে অভিনয় করতেন তিনি। পরে মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আসেন। পরিচালক এহতেশাম-এর সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।
কামাল আহমেদ পরিচালিত প্রথম ছবি ‘উজালা’, মুক্তিপায় ১৯৬৬ খ্রিষ্টাব্দে।
তাঁর পরিচালিত অন্যান্য চলচ্চিত্রসমূহ-
পরওয়ানা, রূপকুমারী, অবাঞ্চিত, অধিকার, অশ্রু দিয়ে লেখা, অনির্বাণ, উপহার, অঙ্গার, অনুরাগ, ভাঙ্গা গড়া, রজনীগন্ধা, লালু ভুলু, দাতা হাতেমতাই, পুত্রবধূ, আওয়ারা, মা ও ছেলে, ব্যথার দান, অগ্নিকন্যা, গৃহলক্ষ্মী, বিসর্জন, প্রতিশ্রুতি, গরীবের বউ, অবুঝ সন্তান, ইত্যাদি।
কামাল আহমেদ চলচ্চিত্র পরিচালক হওয়ার আগে ছিলেন একজন দক্ষ মঞ্চ অভিনেতা। তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনীত ছবি- ১৩ নং ফেকুওস্তাগার লেন, স্মৃতিটুকু থাক, শনিবারের চিঠি, রাতের পর দিন, রংবাজ প্রভৃতি।
গুণে এই চলচ্চিত্র নির্মাতা তাঁর কাজের স্বীকৃতি হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
১৯৮৩ খ্রিষ্টাব্দে ‘লালু ভুলু’ ছবির জন্য ও ১৯৯০ খ্রিষ্টাব্দে ‘গরীবের বউ’ ছবির জন্য, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী হন কামাল আহমেদ ।
সৃজনশীল-প্রতিভাবান এই চলচ্চিত্র নির্মাতা, পারিবারিক ও সামাজিক গল্পের বাণিজ্যসফল ছবি’র গুণি নির্মাতা হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তাঁর নির্মিত প্রতিটি চলচ্চিত্রই আলোচিত, প্রসংশিত ও জননন্দিত হয়েছে। তারকাবহুল চলচ্চিত্র নির্মাণের মাস্টার মেকার ছিলেন তিনি। চলচ্চিত্র নির্মাণের এই অসাধারণ কারিগর, হিট-সুপারহিট সব চলচ্চিত্র নির্মাণ করে, জননন্দিত পরিচালক হিসেবে নিজেকে নিয়ে গেছেন, অনন্য এক উচ্চতায়।
বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় মেধাবী নির্মাতা কামাল আহমেদ, চিরস্মরণীয় হয়ে থাকবেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

কলকাতা চলে গেলেন আরিফিন শুভ!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন