নাসিম রুমি: বিয়ের পর ভেশ ঘটা করে জন্মদিন পালন করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর সেই আনন্দঘণ মুহূর্ত তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন। আর খুব শিগগিরই সুখবর দেবেন ভক্তদের। তার এই খবর পেয়ে কৌতুহলের শেষ নেই। কি হতে পারে সেই সুখবর?
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ফেসবুকে মেহজাবীন তার জন্মদিনের মুহূর্তের ৬টি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, বিশেষ জন্মদিন।
গত ১৯ এপ্রিল ছিল মেহজাবীনের জন্মদিন। বিয়ের পর এটি তার প্রথম জন্মদিন। আর দিনটি স্বামী পরিচালক আদনান আল রাজীবের বাড়িতেই উদ্যাপন করেছেন তিনি। তবে জন্মদিনের আনন্দ তার আপনজনের সঙ্গে ভাগাভাগি করতে ভোলেননি। বরাবরের মতো বাবা, মা, ভাই, বোনদের সঙ্গেও দিনটি উদ্যাপন করেন তিনি। এবারের জন্মদিনের বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেহজাবীন সংবাদমাধ্যমে বলেন, দুই পরিবারের সঙ্গে এবারের জন্মদিন উদ্যাপন করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।
জন্মদিন উদ্যাপন শেষ করার পর এ অভিনেত্রীর কাছে কাজের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই বড় কাজের ঘোষণা দিতে পারি এবং একটি সুখবরও দিবো। সময় হলেই জানাব। কি সুখবর দিবেন? তবে কি তিনি জননী হতে চলেছেন।