English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়িকা পপিকে!

- Advertisements -

প্রায় দুই বছরের বেশি সময় ধরে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পপি আছেন আড়ালে। বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী কেউই তার কোনো খবর পাচ্ছেন না। এমনকি পপির পরিবারের লোকজনও জানেন না তার খবর।

এদিকে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। পপির ভক্তদের দীর্ঘ তিন বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বড় পর্দায় ফিরছেন পপি। ২৩ ডিসেম্বর এই নায়িকার সিনেমাটি সারাদেশের সিনেমা হলগুলোতে দেখতে পেলেও নায়িকা নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।

সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সিনেমাটি নিয়ে দু-তিন দিনের মধ্যেই প্রচারে যাব কিন্তু কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর ছবি করবে কি না, সেটাও জানি না। সিনেমার নায়িকা প্রচারে না থাকলে হয়? পপি ছাড়া এখনও আমরা কিছুটা সিদ্ধান্তহীনতায় আছি।’ তিনি আরও বলেন, ‘শেষ মুহূর্তে মুক্তির আগে সে থাকবে কি না, সেটা আমাদের জানা দরকার। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন আসলে কীভাবে তাকে খুঁজে বের করা যায় সেই চিন্তাতেই আছি।’

এদিকে একাধিকবার তার ব্যবহৃত ফোন নাম্বারটিতে কল দিলেও বন্ধ পাওয়া যাচ্ছে।

এর আগে ২০১৯ সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতে বিয়ে করেননি। তবে খোঁজ চলছে। মিলে গেলে ২০২০ সালেই বিয়ে হয়ে যাবে। তাহলে কি তিনি পছন্দের পাত্র পেয়ে গেছেন, এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন