English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ক্ষুব্ধ মালেক আফসারী, আর বানাবেন না সিনেমা! কিন্ত কেন?

- Advertisements -

নাসিম রুমি: বাংলাদেশি চলচ্চিত্রকে যে কজন নির্মাতা সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে মালেক আফসারী অন্যতম। কাজ করছেন দীর্ঘ চার দশক ধরে। বানিয়েছেন ক্ষতিপূরণ, ক্ষমা, এই ঘর এই সংসার, লাল বাদশাহ, মরণ কামড়, রাজা, বোমা হামলা, আমি জেল থেকে বলছি, অন্তর জ্বালা, পাসওয়ার্ডসহ ২৫টি সিনেমা। যার বেশিরভাগই ব্যবসাসফল।

সেই মালেক আফসারী জানালেন, তিনি নাকি আর কোনো দিন সিনেমা নির্মাণ করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেকটা ক্ষোভপ্রকাশ করে বেদনাদায়ক এই কথাগুলো জানান মালেক আফসারী। কিন্তু কী তার ক্ষোভ? কেন এমন বিধ্বংসী সিদ্ধান্ত?

মালেক আফসারী নির্মিত শেষ সিনেমা ২০১৯ সালের ‘পাসওয়ার্ড’। যেটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং তার প্রাক্তন দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সে বছর ভালো ব্যবসা করে ‘পাসওয়ার্ড’। তার পরও কেন সিনেমা না বানানোর সিদ্ধান্ত নিলেন মালেক আফসারী?

এই নির্মাতা বলেন, ‘আগে প্রযোজক আসতো পরিচালকের হাত ধরে। এখন প্রযোজক আসে নায়ক অথবা নায়িকার হাত ধরে। সিনেমায় কাকে নেওয়া হবে না হবে, সেটা সিনেমার গল্প বিবেচনা করে চূড়ান্ত করতেন পরিচালক। এখন প্রযোজকরাই এসব ঠিক করে রাখেন। এছাড়া পরিচালককেও ঘুরতে হয় শিল্পীদের পেছনে। এটা আমার পক্ষে সম্ভব নয়।’

মালেক আফসারী মনে করেন, ‘কোনো পরিচালক যখন শিল্পীর পেছনে ঘোরেন, তখন সে (নায়ক-নায়িকা) সুযোগ নেবেই। উল্টো শিল্পী যদি পরিচালকের পেছনে ঘোরে, সেটা হবে সঠিক কাজ।’

নির্মাতার প্রশ্ন, ‘পরিচালক যদি শিল্পীর পেছনে ঘোরে, তাহলে সে কাজ করবে কখন? একটা চরিত্র তো আর সিনেমায় থাকে না। সবার পেছনে ঘুরতে গেলে সিনেমা করার সুযোগই তো পাওয়া যায় না। পরিচালকের উচিত সিনেমা নিয়ে ভাবা। কিন্তু আমাদের প্রযোজককে নিয়ে বনানীতে গিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় আড্ডা দিতে হয়। আমি এসবের মধ্যে নেই।’

শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দাবি করে মালেক আফসারী বলেন, ‘গত বছর আমাকে প্রযোজক তাপসী ঠাকুর বলেছিলেন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে। আমি ‘না’ করে দিয়েছি। কারণ শাকিব খান যদি আমাকে না করে দেয় তাহলে তো আমি এটা মেনে নিতে পারব না।’

বর্তমানে ফেসবুক ও ইউটিউবের জন্য ভিডিও কনটেন্ট বানিয়ে সিনেমার চেয়ে বেশি আয় করেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন সালমান শাহর ‘এই ঘর এই সংসার’ সিনেমার নির্মাতা মালেক আফসারী। তিনি বলেন, ‘আমি ফেসবুক ও ইউটিউব থেকে দুই মাসে যে টাকা পাই, তা একটি সিনেমার সম্মানীর সমান। আরও বেশি আয় করা সম্ভব।’

অর্থাৎ, জ্যেষ্ঠ এই নির্মাতার কথা থেকে এটা পরিষ্কার যে, নানা বিষয় নিয়ে জমা হওয়া ক্ষোভ থেকে তিনি সিনেমা নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যদিও ঢালিউডে কান পাতলে শোনা যায়, বর্তমানে সিনেমা নির্মাণের জন্য যুতসই প্রযোজক পাচ্ছেন না তিনি। সে কারণেই আয়ের জন্য ঝুঁকেছেন ফেসবুক ও ইউটিউবের দিকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন