English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

ক্যাটরিনার ফিরিয়ে দেওয়া যে চার ছবি জীবনের মোড় ঘুরিয়ে দেয় দীপিকার!

- Advertisements -

চরিত্র পছন্দ না হওয়া, পারিশ্রমিকের অংক না পোষানো, সময়ের অভাব অথবা ব্যক্তিগত কোনও কারণে একাধিক ছবির প্রস্তাবে রাজি হন না অভিনেতা-অভিনেত্রীরা। ভাগ্যের ফেরে সেই চরিত্রেই পরে অন্য কেউ অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান— এমন দৃষ্টান্তও বিরল নয়।

বলিউডের ক্যাটরিনা কাইফের না করা কিছু চরিত্রই এক সময় দীপিকার ভাগ্য পরিবর্তন করে দেয়। ক্যাটরিনা এমন বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে যেগুলো ব্লকবাস্টার হয়েছিল। ক্যাটরিনার ফিরিয়ে দেওয়া চারটি ছবিতে নায়িকা হয়েছিলেন দীপিকা। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রণবীর সিংয়ের ঘরনিকে।

চেন্নাই এক্সপ্রেস (২০১৩)

রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রথম গিয়েছিল ক্যাটরিনার কাছেই। চরিত্রটি তেমন পছন্দ হয়নি ক্যাটরিনার। ‘না’ করে দেন তিনি। পরে শাহরুখ খানের বিপরীতে সেই ছবিতে অভিনয় করেন দীপিকা। ছবিটি ব্লকবাস্টার হয়। বিশ্বজুড়ে ছবিটি ৪২২ কোটি রুপির ব্যবসা করেছিল।

ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নয়না তালওয়ারের চরিত্রে দেখা যেতে পারত ক্যাটরিনাকে। অন্য কোনও ছবির জন্য কথা দেওয়া ছিল বলে এই ছবির প্রস্তাব গ্রহণ করেননি অভিনেত্রী। তখন প্রস্তাব যায় দীপিকার কাছে। ৩১৮ কোটি রুপি ছিল বিশ্বজুড়ে এই ছবির বক্স অফিসে ব্যবসার পরিমাণ।

গালিয়োঁ কা রাসলীলা রাম-লীলা (২০১৩)

‘বাজিরাও মাস্তানি’র আগে সঞ্জয় লীলা বানসালীর এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। ফলে ডাক পড়ে দীপিকার। ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখে। ছবির ব্যবসার পরিমাণ ছিল ২২০ কোটি রুপি। দীপিকার সঙ্গে পর্দায় রণবীর সিংয়ের জমজমাট রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে।

বাজিরাও মাস্তানি (২০১৫)

সঞ্জয় লীলা বানাসালী পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে মাস্তানির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। কিন্তু দীপিকার বদলে ক্যাটরিনাকেও দেখা যেতে পারত পর্দায়। জানা গেছে, এই চরিত্রের জন্য তিনিই ছিলেন সঞ্জয়ের প্রথম পছন্দ। কিন্তু ক্যাটরিনা রাজি না হওয়ায় দীপিকা করেন চরিত্রটি। তার অভিনয় প্রশংসিত হয়। ছবিটি বক্স অফিসে প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা করেছিল। রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন এই ছবিতে।

দীপিকাকে আগামী দিনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিতে। তার সহ-অভিনেতা হৃত্বিক রোশন এবং অনিল কাপুর। নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতেও প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, দিশা পাটানিও।

অন্যদিকে, ক্যাটরিনা ফিরছেন সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ নিয়ে। চলতি বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন