English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

কেন শাহরুখকে লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলেন জুহি

- Advertisements -

নাসিম রুমি: ২০২১ সালের অক্টোবরে মুম্বইয়ের উপকূলে প্রমোদতরী ‘কর্ডেলিয়া’য় মাদকযোগের অভিযোগে গ্রেফতার হন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা গ্রেফতার করে আরিয়ানকে। প্রায় মাস খানেক জেলবন্দি থাকতে হয় শাহরুখ-পুত্রকে। প্রায় মাস খানেক পর এক লাখ টাকা ব্যক্তিগত বন্ডে সই করেন জুহি চাওলা। জামিনে ছাড়া পান আরিয়ান। যদিও সেই ঘটনার মাস কয়েক পরে আরিয়ানকে ক্লিনচিট দেন কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা। খান পরিবারের বিপদের দিনে অনেকেই এগিয়ে আসেন, তবে যিনি সাতপাঁচ না ভেবে তাঁদের কঠিন সময়ে বল জোগান, তিনি জুহি চাওলা।

এই ঘটনার প্রায় বছর কেটে গিয়েছে। ঝড় থেমে গিয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে খান পরিবার। তবে তাঁদের কঠিন সময়ে কেন সাহায্য করেছিলেন, মুখ খুললেন জুহি। অভিনেত্রী জানান, যা হয়েছে তা একেবারে অপ্রত্যাশিত। জুহির কথায়, ‘‘আমরা জানতাম না এমন কিছু অপেক্ষা করে আছে। সেই সময় দাঁড়িয়ে যেটা আমার সঠিক মনে হয়, সেটাই করেছি।’’

আসলে শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জুহির। অভিনয়ের জগতের গণ্ডি পেরিয়ে একসঙ্গে কেকেআরের মালিকানা সামলেছেন তাঁরা। এক কথায়, জুহি শাহরুখের সময়-অসময়ের বন্ধু।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন