এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনিমা হামিদ। যদিও বর্তমানে অভিনয় থেকে তিনি দূরেই আছেন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে আসেন তিনি। সেখানেই দীর্ঘদিন পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় অভিনয়ে অনিয়মিত হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, আমি একটা ফুলটাইম চাকরি করি, হাতে সময় খুব কম।
যে কারণে এখন আর নাটকে অভিনয় করতে পারি না। তবে খুব ভালো কাজ পেলে নিশ্চয়ই ফিরবো। এ সময় নতুন শিল্পীদের কাজ নিয়ে তনিমা বলেন, নতুনদের কাজ দেখার চেষ্টা করি। অনেকেই খুব ভালো কাজ করেন। অনেকের কাজ আমি নিয়মিত দেখি।
কাজের প্রস্তাব পাচ্ছেন কিনা জানতে চাইলে তনিমা বলেন, পাচ্ছি। তবে ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না। দীর্ঘদিন পর খুব ভালো একটি কাজ দিয়ে ফিরতে চাই। এখন এবং আগের কাজের মধ্যে পার্থক্য নিয়ে তনিমা বলেন, আমি যেহেতু কাজ করি না আমার জন্য পার্থক্য বলাটা একটু মুশকিল। তবে আমার কাছে মনে হয় আমরা যখন কাজ করতাম, অনেক বেশি প্যাশন থেকে কাজ করতাম।
আর এখন কাজ অনেক প্রফেশনাল। এটাকে আমার কাছে ভালো মনে হয়। আমি জানি না অন্যরা কে কীভাবে দেখে। যারা নিয়মিত কাজ করে তারা হয়তো ভালোভাবে বলতে পারবে।