অ্যাসোসিয়েটেড প্রেস ডক্টর অ্যান্ড্রু স্টলবাচ ম্যাথিউ পেরির মৃত্যু উল্লেখ করে বলেছেন, ‘পুল বা গরম টবে সেডেটিভ ড্রাগ ব্যবহার করা, বিশেষ করে যখন আপনি একা থাকেন, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দুঃখজনকভাবে, পেরির ক্ষেত্রে সেটিই ঘটেছে।’
বিশেষজ্ঞদের মতে, যারা এই ড্রাগ নেয় তাদের হেলুসিনেশনের মত হয়। যেমন, সাধারন মানুষ যেটি বলে যে আমরা গান শুনছি, কেটামিন গ্রহণকারীরা বলবে ‘আমি গান দেখছি।’ এর কারণে ঘুমও হয় বেশি। প্যাথেডিন, মরফিন এসব ড্রাগের ব্যবহারের কথা শোনা গেলেও কেটামিনের ব্যবহারের কথা খুব কম প্রকাশ্যে আসে। তবে ইউরোপ আমেরিকায় এর ব্যবহার বেড়েই চলেছে।
এর আগে অভিনেতা পেরি তার স্মৃতিচারণে লিখেছিলেন, কীভাবে তিনি এই আসক্তির সঙ্গে লড়াইয়ের সময় প্রতিদিন কেটামিন ব্যবহারের উপর নির্ভরশীল ছিলেন। তবে কে জানতো, এই ড্রাগস তাঁর জীবনটাই নিয়ে নেবে। পৃথিবীজুড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে ২৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।