মার্কিন গায়ক ও অভিনেতা রে জে এর সঙ্গে নিজের মেয়ে কিম কার্দাশিয়ানের সেক্স টেপ ফাঁসে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কিম কার্দাশিয়ানের মা ক্রিস জেনার। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। এমনকি অনুষ্ঠান চলাকালীন মিথ্যা সনাক্তকারী মেশিনে পরীক্ষাও করেছিলেন যেটি তাঁর দাবির সঙ্গে একমত হয়েছিল। এরপর ক্রিস বলেছেন, তিনি খুশি যে গুজবগুলো অবশেষে পরিষ্কার হয়েছে।
সম্প্রতি জেমস কর্ডেনের সাথে ‘দ্য লেট লেট শো’তে মেয়ে কাইলি জেনারের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিস জেনার। সেখানেই তাকে এই প্রশ্নটি করা হয়। মেয়ে কিম কার্দাশিয়ানের সেক্স টেপ ফাঁস হওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ অনেক আগে থেকেই ছিল। এ নিয়ে বিতর্ক কম হয়নি। তবে অনুষ্ঠানে সেই প্রশ্নটি শুনে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন ক্রিস।
অনুষ্ঠানে জেমস ক্রিসকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি কিমকে তাঁর সেক্স টেপ প্রকাশ করতে সাহায্য করেছেন?’ ক্রিস জেনার মাথা নেড়ে বললেন, ‘ঠিক আছে, না না। ’ তখন মিথ্যা সনাক্তকারী মেশিনটি নির্ধারণ করেছিল যে রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব ক্রিস সত্য বলছে। জেমস তখন চিৎকার করে বলে ওঠেন, ‘অবশ্যই এটা সত্যি। ’ ক্রিস তখন বলে ওঠেন, ‘ধন্যবাদ! ওহ, আমি এটা পছন্দ করেছি। অবশেষে আমরা এটা পরিষ্কার করতে পেরেছি। ’
গায়ক ও অভিনেতা রে জে এই বছরের মে মাসে দাবি করেছিলেন যে তিনি ২০০৭ সালে তাঁর এবং কিমের সেক্স টেপ ফাঁস করেননি এবং বলেছিলেন যে ভিডিওটি তাঁর, কিম এবং ক্রিসের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে প্রচার করা হয়েছিল৷ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন, ‘আমি কখনও কিছু ফাঁস করিনি। আমি আমার জীবনে কখনও একটি সেক্স টেপও ফাঁস করিনি। এটি কখনও ফাঁস হয়নি। এটি সর্বদা ক্রিস জেনার, কিম এবং আমার মধ্যে একটি চুক্তি এবং অংশীদারিত্ব ছিল। ’