English

19.8 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

কারো জন্য ‘স্পেশাল’ ভালোবাসা আমার কখনও ছিল না: অপু বিশ্বাস

- Advertisements -

‘ভালোবাসা’ শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ- এমন মনে করেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি ভালোবাসার জন্য দিনক্ষণ মানতে হবে এ কথাও বিশ্বাস করেন না।

আজ পহেলা ফাল্গুন। কবির ভাষায়- ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। ইংরেজি তারিখ অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এবারের ভালোবাসা দিবস অপু বিশ্বাসের জন্য ব্যতিক্রমই নয়, আনন্দের। কারণ ভালোবাসা দিবস সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ফলে এবারের ভালোবাসা দিবস তার কাছে স্পেশাল। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান এই ঢালিউড কুইন।

অপু বিশ্বাস বলেন, ‘এবারের ফাল্গুন এবং ভালোবাসা দিবস আমার জন্য আসলেই অনেক বেশি আনন্দের। কারণ অনেকদিন পর আমার অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তি পেয়েছে গত ১১ ফেব্রুয়ারি। এটি পরিপূর্ণ একটি বাংলা চলচ্চিত্র। ফলে আমি অনেক বেশি একসাইটেড।’

ভালোবাসা দিবস প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবসের মতো। কারণ দিনটা শুরু করি ভালো কিছু দিয়ে। ব্যতিক্রম এটাই আমার সিনেমা মুক্তি পাচ্ছে। বিগত দিনে ফাল্গুনের দিনটা অনুভব করতাম বা দেখতাম আমার মাকে নিয়ে, সন্তানকে নিয়ে। এরপর তো কোভিডের কারণে ফাল্গুন এলো-গেলো বুঝতেই পারিনি।’

তারপরও আজ বসন্তের প্রথম দিন। স্মরণ করিয়ে দিলে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার কাছে ফাল্গুন মানে হলুদ জামাকাপড় পরে, সেজে ঘুরে বেড়ানো এগুলো নতুন কিছু মনে হয় না। আমি বছরের প্রতিটি দিন সুন্দরভাবে দেখতে পছন্দ করি। আর ভালোবাসা আমার কাছে সিনেমা, ক্যামেরা আর ভক্তদের সঙ্গে। কারো জন্য স্পেশাল ভালোবাসা আমার কখনও ছিল না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে রেসপেক্ট। সেটা কাজের জায়গা হতে পারে, স্বামী-স্ত্রী হতে পারে, সন্তান-মা হতে পারে, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড হতে পারে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন