English

26 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

কার হাতে গেল সালমানের সেই অমূল্য ব্রেসলেট!

- Advertisements -

নাসিম রুমি: সালমান খানের ডান হাতে শোভা পায় একটি ব্রেসলেট। সাদা ধাতু দিয়ে তৈরি শিকল, মাঝে উজ্জ্বল বিশালাকার নীল ফিরোজ়া পাথর। সালমানের প্রায় চব্বিশ ঘণ্টার সঙ্গী এই ব্রেসলেট।

ডান হাতের এই ব্রেসলেটটিকে তার সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন সালমান। ব্রেসলেটের পাথরটি নিয়ে একটি বদ্ধমূল ধারণাও রয়েছেন সালমানের।

তার দাবি, সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজ়া। পাশাপাশি আরও একটি দাবি করেছেন তিনি। বলিউডের সুপারস্টারের কথায়, ‘প্রত্যেক বার অশুভ কিছুর মুখোমুখি হলে তা বুঝতে পারে ফিরোজ়া
আর এসব কারণেইে এই ব্রেসলেটটি তার কাছে অমূল্য ধন। কিন্তু শোনা যাচ্ছে নিজের ওই মহামূল্য ব্রেসলেটটি সালমান নাকি তার এক বন্ধুকে দিয়ে দিয়েছেন।

সালমানের বোন অর্পিতা খানের বাড়ির ঈদের পার্টিতে হাজির হয়েছিলেন আমির খান। কুর্তা, সঙ্গে জিন্স— এই লুকেই দেখা মিলল তার। কিন্তু আমিরের হাতের ব্রেসলেট সবার নজর কাড়ল। অনেকেরই ধারণা ওই ব্রেসলেট সালমানের।

কারণ,ঈদের দিন সকালে আমিরের সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন সালমান। এছাড়াও ঈদের দিন বাড়ির বারান্দায় সালমান যখন দর্শন দেন তখন তার হাতে দেখা যায়নি ওই ব্রেসলেট।

তার পর থেকেই ধারণা করতে শুরু করেন অনেকে। সালমান অনুরাগীদের একাংশ বলতে শুরু করেন, তা হলে ভাইজান তার সৌভাগ্যের প্রতীক দিয়ে দিয়েছেন আমির খানকে।

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Shamim DS
Shamim DS
1 year ago

বিশ্বের সেরা তারকাদের অন্যতম সেরা তারকা।

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন