জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা পরীমণি পুনরায় কাজে ফিরেছেন। নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। রাজধানীর একটি স্টুডিওতে গত ৭ ও ৮ সেপ্টেম্বর পরীমণি ডাবিং করেছেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
‘মুখোশ’ সিনেমার শুটিং শেষে কিছু অংশের ডাবিং বাকি ছিল। নির্মাতা জানান, আর একদিন ডাবিং করলেই সিনেমার কাজ শেষ হবে।
এদিকে জানা গেছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন পরীমণি। যে কারণে তিনি ডাবিং শেষ করতে পারেননি।
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে ‘মুখোশ’। সিনেমায় পরীমণি ছাড়াও মোশাররফ করিম, রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়সহ অনেকে অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয় পরিচালক শুভর। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনি-চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন তিনি। ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।