English

20 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

কলকাতায় বড় ধাক্কা খেল ‘তুফান’

- Advertisements -

নাসিম রুমি: মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ঢাকাসহ সারা দেশে দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমা সেটিই পুরো উল্টো চিত্র দেখল কলকাতায়।

কলকাতায় দর্শক পাচ্ছে না ‘তুফান’ সিনেমা, হলমালিকরা সাপ্তাহিক ছুটি রোববারের আশায় রয়েছেন।

দেশ মাতিয়ে গতকাল শুক্রবার (৫ জুলাই) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। জানা গেছে, সেখানকার ৪৫টির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি।

সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে।

জমকালো প্রিমিয়ার শোর পর গতকাল যখন এসভিএফ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সাড়া পায়নি সিনেমাটি।

ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে জানা গেছে, বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা। সাউথ সিটি আইনক্সে দুপুর ১২টার শোয়ে ১০ জন দর্শক এবং বিকেল ৪.৩৫-এর শোয়ে এখন পর্যন্ত দর্শক মাত্র ১৮ জন।

এদিকে লেক মল সিনে পলিসে বিকেল ৪.২৫-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র ১২টি। সন্ধ্যা ৬টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে এখন পর্যন্ত মাত্র ৩৬টি।

রিলিজের প্রথম দিনেই দর্শক খরার এমন চিত্র! এ বিষয়ে হল মালিকর বলছেন, সবে মাত্র প্রথম দিন। এক-দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন হল মালিকরা। তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন