English

18 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

কলকাতায় নায়করাজ রাজ্জাক সম্মাননা পেলেন আবুল হায়াত

- Advertisements -

নাসিম রুমি: গতকাল ৮জুন পশ্চিমবঙ্গের ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স’ এর উদ্যোগে নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত।

তার হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএফটিসিসির সভাপতি অঞ্জন বোস, কোষাধ্যক্ষ তপন রায়, সম্পাদক বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ।

সম্মাননা গ্রহণ করে অভিনেতা বলেন, রাজ্জাকের নামাঙ্কিত সম্মাননা অবশ্যই আলাদা অনুভূতি।

তাও আমি পাচ্ছি কোথায়? কলকাতায়। এটি একটি চমৎকার ব্যাপার।

তিনি দুই বাংলার কাছেই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। আমাকে তিনি হায়াত সাহেব বলে ডাকতেন।

এ বাংলার মানুষ আমাকে চেনেন, আমার কাজ দেখেন। এটা আমার কাছে অত্যন্ত আবেগ ও আপ্লুত করে।

বাংলাদেশের বর্তমান সিনেমার বিষয় তিনি বলেন, এখনের সিনেমা বা ওটিটি আমার ভালো লাগে না। কোনো নিয়ম নেই। কন্টেন্টের নামে যা তা দেখায়, তা আমার পছন্দ হয় না। আমি সিনেমা ও নাটক করি। আমাদের কাছে গল্পই প্রধান। এখনের কাজ ভালো লাগে না।

পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়াল নিয়ে আবুল হায়াত বলেন, এসব কোনো গল্প? ভালো টেকনোলজি বা কস্টিউম থাকলে নাটক হয় না। ভালো গল্প থাকতে হয়। পশ্চিমবঙ্গের সিরিয়ালের গল্প সমাজ নষ্ট করছে। আমার কাজের মেয়েটার ওপর এর প্রভাব পড়েছে। অবশ্যই তারা ভালো কলাকুশলী। কিন্তু ওদের গল্প ভালো না।

অনুষ্ঠানের সূচনা করে মহিবুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারত এ দুদেশের সাংস্কৃতিক অভিন্ন, সেই অভিন্ন সংস্কৃতির মাধ্যমে আমরা দুদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করছি। আমরাও চাই এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দুই বাংলার মানুষদের নিয়ে আরও হোক। দুদেশের মানুষে মানুষে যত এ ধরনের যোগাযোগ ও সম্পর্ক বাড়বে। আমাদের মধ্যে হৃদ্রতা আরও বাড়বে।

এছাড়া এদিন পশ্চিমবঙ্গের খ্যাতনামা অভিনেতা মনোজ মিত্র পেয়েছেন হীরালাল সেন জীবনকৃতি সম্মাননা।

দেবকী বোস লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেয়েছেন পরিচালক প্রভাত রায়।

প্রসঙ্গত, হীরালাল সেনের আদি বাড়ি ছিল বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। তিনিই ছিলেন ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন। চল্লিশটিরও বেশি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনবিষয়ক চলচ্চিত্রের নির্মাতা বলেও গণ্য করা হয়। ভারতের প্রথম রাজনীতিক ছবি তিনিই বানিয়েছিলেন।
উল্লেখ, এর আগে এই পুরস্কারে ভুষিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন