জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ সিনেমা সারাবিশ্বে সাড়া ফেলেছিল। এরপর থেকেই সিনেপ্রেমীদের অপেক্ষা শুরু হয় ‘জোকার টু’র জন্য।
সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়েও জল্পনার শেষ নেই। অবশেষে জানা গেল, ‘জোকার টু’র মুক্তির তারিখ।
‘জোকার’ সিনেমার সিকুয়েল মুক্তি পাবে ২০২৪ সালের ৪ অক্টোবর। ওয়ার্নার ব্রাদার্সের এক চলচ্চিত্র পরিবেশকের সূত্রে জানা গেছে, এই তারিখ।
সিনেমাটির ব্যাপারে আর কোনো তথ্য জানা যায়নি। তবে ভ্যারাইটির সূত্রে জানা গেছে, ‘জোকার টু’ হবে মিউজিক্যাল এবং লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে।
নির্মাতা টোড ফিলিপসের অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে মনোনয়ন পায়।
সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। এছাড়া সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে সিনেমাটি।