নাসিম রুমি: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বয়সে ছোট যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী ‘কবির ভাইয়ের’ সঙ্গে প্রেম করছেন কৃতি। তারা দু’জনে বিদেশেও ছুটি কাটিয়েছেন।
গত বছরের শেষের দিকে কৃতি-কবিরের বিয়ের গুঞ্জন চাউর হয়। ফের বিয়ের খবরে আলোচনায় এই জুটি। মূলত, একটি ভিডিওকে কেন্দ্র করে এই সূচনা। ভিডিওটি দিল্লি এয়ারপোর্টে ধারণ করা। তাতে দেখা যায়, একসঙ্গে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন কবির-কৃতি। এরপর থেকে এ জুটির বিয়ে নিয়ে জোর চর্চা চলছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, কৃতি স্যানন ও কবির ভাইয়ের বাবা-মায়েরা দিল্লিতে বসবাস করেন। কৃতি কবির ভাইয়ের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্যদিকে, কবির ভাই দিল্লিতে এসেছেন কৃতি স্যাননের বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য। চলতি বছরের শেষের দিকে এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তাদের কেউই।
কৃতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দো পাত্তি’। শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন কাজল, তানভি আজমি, ব্রিজেন্দ্র কালা প্রমুখ। বর্তমানে কৃতির হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে।