English

14 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

কঙ্গনার ইমার্জেন্সি সিনেমা দেখার আমন্ত্রণে যা বললেন প্রিয়াংকা গান্ধী

- Advertisements -

নাসিম রুমি: অবশেষে সব জট খুলেছে। মুক্তি পেতে যাচ্ছে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কালঘাম ছুটেছিল অভিনেত্রীর। আগামী ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির চিত্রনাট্যকার ও প্রযোজকও কঙ্গনা নিজেই।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য ছবিটি দেখতে প্রিয়াংকা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন। সংসদ ভবনে প্রিয়াংকার সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার। তখনই বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, প্রিয়াংকাজির সঙ্গে আমার সংসদে দেখা হয়েছিল। প্রথমেই উনাকে বললাম— আপনার কিন্তু ‘ইমার্জেন্সি’ দেখা উচিত। খুবই আনন্দিত হয়ে উত্তর দেন তিনি— ‘হ্যাঁ, হয়তো দেখব।’ আমি ওকে বলেছি— ‘এই ছবি আপনার পছন্দ হবেই’।

গান্ধী-নেহরু পরিবারের সবাইকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা রানাউত—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আগে দেখা যাক, ওরা ছবিটা দেখতে চান কিনা। এ ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমি গবেষণা করার সময়ে লক্ষ করেছিলাম— ওর ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, বহু দিক রয়েছে এই ব্যক্তিত্বের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন