আবারও গুণী সঙ্গীত পরিচালক ওয়াহেদ শাহীন এর সঙ্গীতায়োজনে নতুন একটি গানে কণ্ঠ দিলেন জিটিভির সারেগামাপা’র শীস কন্যা খ্যাত অবন্তী সিঁথি আর তার সাথে সহশিল্পী হিসেবে গেয়েছেন মেধাবী গায়ক ফিদেল নাইম। নতুন এই গানের শিরোনাম দেয়া হয়েছে ‘আয়না’। পুরোপুরি রোম্যান্টিক ঘরানার দারুণ কিছু কথা দিয়ে সাজানো হয়েছে গানটি। গানটির গীতিকবিতাটি লিখেছেন ও সুর করেছেন ফিদেল নাইম। ওয়াহেদ শাহীন এর সঙ্গীতায়োজনে অবন্তী সিঁথি’র গাওয়া এটা তৃতীয়তম গান।
‘আয়না’ শিরোনামের নতুন এই গানটি নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হতে যাচ্ছে বলে জানালেন এই গানের সঙ্গীতায়োজক ওয়াহেদ শাহীন। খুব শীঘ্রই শ্যুটিংএ যাচ্ছে ‘আয়না’। সবকিছু ঠিকমতো এগুলে অতি শীঘ্রই কেএন মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে অবন্তী সিঁথি ও ফিদেল নাইম’র ‘আয়না’ গানের মিউজিক্যাল ফিল্মটি।
এ প্রসঙ্গে সঙ্গীত পরিচালক ওয়াহেদ শাহীন বললেন- ফিদেল নাইম এর জন্য এ পর্যন্ত আমি অনেক গান বানিয়েছি তবে অবন্তীর জন্য এটা আমার তৃতীয় গানের কাজ | দুজনই খুব ভালো গেয়েছে | আমি বেশ আশাবাদী এই গানটা নিয়ে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন