নাসিম রুমি: মাহিয়া মাহির এভাবে গ্রেপ্তারের বিষয়টি চিত্রনায়ক ফেরদৌসের কাছে অমানবিক লেগেছে। তিনি বললেন, ‘একজন অন্তঃসত্ত্বা নারী, যে মা হতে যাচ্ছে, তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই পুলিশ কর্মকর্তাদের এ রকম আচরণ মোটেও ঠিক হয়নি। বিষয়টা অন্যভাবে করা উচিত ছিল। আমার আরেকটা প্রশ্ন, এভাবে ধরলইবা কেন, আবার কয়েক ঘণ্টা পর ছাড়লইবা কেন। পুরো বিষয়টা তারা ভালো বুঝতে পারবে।
তবে আমার কাছে পুরো ব্যাপারটা শোভনীয় লাগেনি। খুবই অশোভনীয় লেগেছে। মাহিকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজনই হয়, এই পর্যায়ে এসে তার বিষয়টা আরও মানবিক হওয়া দরকার ছিল, অমানবিক লেগেছে। কী করেছে, কী হয়েছে, কী হবে, কি বলেছে, এসবের যাছাই-বাছাইয়ের প্রক্রিয়াটা আরও সুন্দর হতে পারত।’ফেরদৌস এ-ও বললেন, ‘আমরা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নই।
যেকোনো বিচারকার্য স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় হতে হবে। তার মধ্যে মানবিক ব্যাপারও থাকতে হবে। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে কারও মধ্যে যেন ভয় বা আতঙ্ক না ছড়ায়। তবে রিমান্ড নামঞ্জুর করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ।’