জিস্ট নিউজের সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘সেই দিনগুলোতে, অর্থ ছিল খুব খুব কম। বিশেষ করে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে বেতনবৈষম্য ছিল ভয়াবহ।
পুরুষ তারকারা অনেক পেয়েছে; অনেক, অনেক বেশি। তারা এক ছবিতে যা আয় করত, আমি ১৫টি সিনেমায় তা করতাম। আমার পুরুষ সহ-অভিনেতারা যা আয় করত, ওই পরিমাণ অর্থ আয় করতে আমাকে ১৫ থেকে ২০টি সিনেমা করতে হতো।’
তিনি জানান, সালমান খান ও আমির খানের মতো তাঁর পুরুষ সহ-অভিনেতারা একই কারণে অনেক বেশি বেছে বেছে কাজ করেছেন। রাভিনা বলেন, ‘সামগ্রিকভাবে আজকের পরিস্থিতির তুলনায় সবার জন্য অর্থ অনেক কম ছিল।
রাভিনা ট্যান্ডনকে সর্বশেষ দেখা গেছে ‘পাটনা শুক্লা’ চলচ্চিত্রে। একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক ও মানব ভিজও অভিনয় করেছেন। অভিনেত্রীকে সামনে অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম ৩’-এ দেখা যাবে। এ ছাড়াও দক্ষিণের বেশ কিছু চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।