English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

ঐশ্বরিয়া সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনে কী বললেন অভিষেক বচ্চন?

- Advertisements -

নাসিম রুমি: গত কয়েক মাস ধরে জল্পনা, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। কোনও প্রতিক্রিয়া মেলেনি উভয়ের তরফে। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন গিয়েছে। ঐশ্বরিয়া সে দিন মেয়ের একগুচ্ছ ছবি দিলেও নীরব ছিলেন বাবা অভিষেক।

কানাঘুষো তাঁদের সম্পর্কের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। যদিও অভিষেকের আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। বচ্চন পরিবারকে নিয়ে যখন এমন গুঞ্জন, তখনই মুক্তি পেল অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’। এ বার তাঁদের চলতে থাকা নিরন্তর গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিষেক!

তিনি নিজে বড্ড দৃঢ়চেতা, সে কথাই জানিয়েছেন অভিনেতা। অভিষেক বলেন, “জীবনে যা-ই ঘটে যাক নিজের ভিতরের মানুষটা আসলে যেমন সেটা বদলে ফেলা উচিত নয়। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফেলা উচিত নয়। প্রতিনিয়ত শিখতে হয়। না হলে পিছিয়ে পড়তে হয়। আমার ভীষণ ভাবে মনে হয়, যদি খারাপ মানুষ তাঁর খারাপ কাজ না ছাড়েন, তা হলে ভাল মানুষ কেন তাঁর ভালত্ব বিসর্জন দেবেন! আমার মনে হয় নেতিবাচক বিষয়ে মন দেওয়া উচিত নয়। নিজের মন ভারী হয়ে যায়।” তিনি আরও বলেন সময়ই বলে দিবে আমাদের বিষয়।

সুজিত সরকার পরিচালিত এই ছবির প্রথম ঝলক নজর কেড়েছে নেটপাড়ায়। পোস্টারে অভিষেকের নতুন রূপ অবাক করেছে দর্শককে— খালি গা, প্যান্টের উপর থেকে উপচে পড়ছে পৃথুল উদর, সেখানে সেলাইয়ের দাগ। বাঁ হাতে প্লাস্টার আর চোখে চশমা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন