English

21 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

ঐশ্বরিয়া ও জুহির ফিরিয়ে দেওয়া যে সিনেমায় অভিনয় করে সুপারস্টার বনে যান কারিশমা কাপুর

- Advertisements -

নাসিম রুমি: ১৯৯৬ সালে আমির খান অভিনীত ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার তকমা পেয়েছিল। দর্শকের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ার পাশাপাশি পর্দায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন কারিশমা কাপুর।

তবে মজার ব্যাপার হচ্ছে, নায়িকা হিসেবে কারিশমা কাপুর সিনেমাটির জন্য প্রথম চয়েজ ছিলেন না। বরং সর্বপ্রথম চরিত্রটির জন্য ঐশ্বরিয়া রায়কে প্রস্তাব দেওয়া হয়েছিল।

২০১২ সালে ভোগ ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিষয়টি ঐশ্বরিয়া নিজেই খোলাসা করেছেন। যিনি কি-না ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার আগেই চারটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন।

ঐশ্বরিয়া বলেন, “আমি সিনেমা জগতে যুক্ত না হয়ে বরং মিস ইন্ডিয়াতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যদি মিস ইন্ডিয়াতে অংশ না নিতাম, তবে ‘রাজা হিন্দুস্তানি’ হতো আমার প্রথম সিনেমা।”

তবে ঐশ্বরিয়ার ভাগ্যে ভিন্ন গল্পই লেখা ছিল। সেক্ষেত্রে ১৯৯৭ সালে তিনি ‘অর পেয়ার হো গায়া’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে পদার্পণ করেন।

এমনকি ঐশ্বরিয়া প্রস্তাব দিরিয়ে দেওয়ার পর জুহি চাওলাকেও সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়। তবে গুঞ্জন রয়েছে যে, সিনেমাটিতে আমিরের সাথে একটি চুম্বন দৃশ্য থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দেন এই অভিনেত্রী।

‘রাজা হিন্দুস্তানি সিনেমাটির বাজেট ছিল ৫.৭৫ কোটি রুপি। অন্যদিকে বক্স অফিসে এটি ৭৬.৭৫ কোটি রুপি আয় করেছে।

সিনেমাটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছিল। একইসাথে আমির ও কারিশমার জুটি বেশি ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল।

সিনেমাটির গানগুলোও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। যার মধ্যে ‘পারদেশি, পারদেশি’, ‘আয়ে হো মেরি জিন্দেগি মে’, ‘কিতনা পেয়ারে তুঝে রাবনে’ ইত্যাদি গান পেয়েছিল হিটের তকমা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন